সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নরসিংদীর পলাশ উপজেলা শাখার সেক্রেটারী ও ঘোড়াশাল পৌরসভার দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ ইকরাম হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর কথার সাথে একাত্মতা প্রকাশ বলছি, বাংলাদেশ থেকে স্বৈরশাসন উৎখাত করে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মাহেন্দ্রক্ষণে আমরা হাজির রয়েছি। এমন মুক্ত ও স্বাধীন পরিস্থিতিতে উদযাপিত হওয়া ঈদের এই দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখুরি ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়।
মোহাম্মদ ইকরাম হোসেন আরও বলেন, পলাশ উপজেলার সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা কররি।