সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নরসিংদীর ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধায় ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শফির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা প্রমুখ। এসময় ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।