1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসলামী আন্দোলন মাধবদী শাখা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৭২ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার ৩১ মার্চ দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে নরসিংদীর মাধবদীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন মাধবদী থানা শাখা

আজ রোববার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মাধবদীবাসীকে আন্তরিক মোবারকবাদ ও ঈদ শুভেচ্ছা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম ও সেক্রেটারি মাস্টার মুহাম্মাদ আরিফুল ইসলাম।

তারা বলেন, ‘একটি নির্মম স্বৈরতন্ত্রকে উৎখাত করে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মাহেন্দ্রক্ষণে আমরা হাজির হয়েছি। এমন মুক্ত ও স্বাধীন পরিস্থিতিতে উদযাপিত হওয়া ঈদের এই দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’

তারা আরো বলেন, ‘‘রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শেখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা যেন আমরা আমাদের জীবিনে কাজে লাগাতে পারি তার জন্য চেষ্টা করতে হবে।”

নেতাদ্বয় বলেন, “ঈদ একটি ইবাদত ও আনন্দের উপলক্ষ। এই দিনে আমাদের আনন্দ যেন কোনভাবেই শরীয়াহ সীমা লংঘন না করে, সেইদিকে খেয়াল রাখার আহবান করব। জুলাই আন্দোলনে মাধবদীর যারা শহিদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আপনার স্বজনকে জান্নাতের উচু মাকাম দান করবেন এবং ধৈর্য্য ধরার জন্য আপনারাও মর্যাদাবান হবেন। আহত সকল যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি”

ইসলামী আন্দোলন মাধবদী অধিনস্থ সব পর্যায়ের নেতা-কর্মী এবং স্বৈরাচারবিরোধী সব রাজনৈতিক সংগঠন ও নেতা-কর্মীদের শুভেচ্ছা জানায় তারা। সেই সাথে মাধবদী’র সকল সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত পেশাজীবি এবং ছোট-বড় সকল উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানায় তারা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT