1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়া সাংবাদিক তৌকির

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৯৪ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নয় সদস্য বিশিষ্ট এই সদস্য হিসেবে যুক্ত হয়েছেন
নরসিংদীতে সৎ ও ন্যায়-নীতিবার ব্যক্তি হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্য ক্রীড়া সাংবাদিক ও সংগঠক তৌহিদুর রহমান তৌকির।

কমিটিতে পদাধিকার বলে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন চৌধুরী, আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজিন আক্তার মুমু সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

কমিটিতে ৭ জন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি। সাবেক ফুটবলার আওলাদ হোসেন মোল্লা, ক্রিকেট কোচ শফিকুল গণি রাজিব, ক্রিকেট সংগঠক জাহিদুল কবির ভূঁইয়া জাহিদ, ক্রীড়া সংগঠক মো. নাজমুল আলম, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি আবদুল কাইয়ুম মোল্লা, ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, ক্রীড়া সাংবাদিক তৌহিদুর রহমান তৌকির।

ক্লিন ইমেজের অধিকারি একদক্ষ সংগঠক হিসেবে জেলা জুড়ে রয়েছে যার ব্যাপক সুখ্যাতি সেই তৌহিদুর রহমান তৌকির কেবল ক্রীড়া সাংবাদিকই নয় এর পাশাপাশি তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল তায়কোয়ান দো এসোসিয়েশনর নরসিংদী’র সভাপতি, নরসিংদী টেনিস ক্লাবের সাবেক সদস্য ইতিপূর্বে টেনিস খেলায় দেশে এবং দেশের বাইরে বিভিন্ন টুনার্মেন্টে অংশ গ্রহণ বিভিন্ন পদক অর্জন করেছে। টেনিসের উপর বিকেএসপিতে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহনসহ ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন অবদান রয়েছে তার।

নরসিংদী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক আমরা নরসিংদীবাসী’ নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান তৌকির নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব’র একাধারে তিন তিনবার কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়াও তিনি নরসিংদী থেকে প্রকাশিত বিভিন্ন ও অনলাইন সম্পাদকদের সংগঠন নরসিংদী সম্পাদক পরিষদ’র দপ্তর সম্পাদক

বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত তৌহিদুর রহমান তৌকির বলেন, নিষ্প্রাণ নরসিংদীর ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন ফেরা জেলা ক্রীড়া সংস্থার একটি শক্তিশালী কমিটির প্রয়োজন ছিল। এমনটাই গত বেশকিছু দিন যাবত নরসিংদীবাসী প্রত্যাশা করছিল। এই কমিটি অনুমোদনের মধ্যদিয়ে জেলাবাসীর আশাআঙ্খা পূরণ। আমি আশা করছি এই কমিটি জেলার ক্রীড়া ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যাপক ভূমিকা রাখতে পারবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT