নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপি’র সদস্য, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, ক্লিন ইমেজের ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক জাহিদুল কবির ভূঁইয়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নয় সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে পদাধিকার বলে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজিন আক্তার মুমু সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন, সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যাক্তি, সাবেক ফুটবলার আওলাদ হোসেন মোল্লা, সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যাক্তি, ক্রিকেট কোচ শফিকুল গণি রাজিব, ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি, ক্রিকেট সংগঠক জাহিদুল কবির ভূইয়া জাহিদ, ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি, ক্রীড়া সংগঠক মোঃ নাজমুল আলম, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি আবদুল কাইয়ুম মোল্লা, ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, ক্রীড়া সাংবাদিক তৌহিদুর রহমান।
স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য, ক্লিন ইমেজের ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক জাহিদুল কবির ভূইয়া আশা প্রকাশ করেন এই কমিটি গঠনের মধ্য দিয়ে নরসিংদী ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন ফিরে আসবে। জেলা ক্রীড়ার ঐতিহ্য পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারবে এই কমিটি।