নিজস্ব প্রতিবেদক : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের আন্ত: শ্রেণির ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কয়েকটি দল গঠন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক তত্বাবধানে ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় খেলা পরিচালনা করে আসছিলেন। আজ চূড়ান্ত ফুটবল খেলায় সপ্তম শ্রেণিকে ৩-০ গোলে হারিয়ে দশম সপ্তম শ্রেণির দল জয় পেয়েছে।
পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ, শিক্ষকমন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে সকলের উদ্দেশ্যে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রফেসর কামরুল ইসলাম গাজী ও সভাপতি বরুন চন্দ্র দাস। আগত অতিথি রানার্স আপ ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
কপিরাইট নরসিংদীর কন্ঠস্বর/ সা.হোসেন/ স.২২.৪৩/