নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীতে বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, নতুন কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার (২৩ মার্চ) সন্ধায় নরসিংদী ক্লাবের উদ্যোগে ক্লাবের সম্মেলন কক্ষে নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এসময় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা জাহান, নরসিংদী ক্লাবের সহসভাপতি আব্দুল মোমেন মোল্লাসহ অন্যান্যরা।উপহার সামগ্রীর মধ্যে নগদ দশ হাজার টাকার চেক, শাড়ি, লুঙ্গি ও দেশী-বিদেশী ফল।