আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদীন বলেন, জনগণের ভোট প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করার অনুরোধ জানান। দেশে নতুন করে স্বাধীনতা এসেছে। তবে ভোটাধিকার আসেনি। তাই দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বেলাব উপজেলার বেলাব সরকারি পাইলট মর্ডান মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
বেলাব উপজেলার বিএনপির সাবেক সভাপতি এড. অলিউর রহমান কাওসারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির জিলানী রাকিবের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন ভূইয়া, নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার, বারৈচা বাজার সমবায় বণিক সমিতি সভাপতি ও উপজেলা বিএনপির নেতা মোঃ মশিউজ্জামান (মশি),
বেলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছায়েদুর রহমান শাহাজান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মাসুদ রানা, বেলাব ইউনিয়ন বিএনপির সভাপতি একে এম আক্তারুজ্জামান, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আকাশ মিয়া, হাজী জাকির হোসেন, উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আজিজুল হক রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান পিয়াল’সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করা হয়।