1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খায়রুল কবির নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় বেলাবতে আনন্দ মিছিল নির্বাচন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে: মনোহরদীতে বিএনপি নেতা জুয়েল নরসিংদী জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে বেলাবতে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত মনোহরদীতে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কৃষকের মৃত্যু নরসিংদীতে হত্যা ও যাবজ্জীবন সাজার ২ আসামি গ্রেপ্তার নারী কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল অসুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করলেন ঢাবি’র ছাত্রদল নেতা বাইজিদ নরসিংদীতে সাংবাদিক আবু তাহের এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শিবপুরে আ.লীগের শাসনামলে মামলা ও নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী নেতা অহিদ মেম্বার ‘প্রতিবন্ধীদেরও সমাজে মাথা উচু করে দাড়ানোর অধিকার আছে’ – ইউএনও মাসুদ রানা

রায়পুরায় ৩ সন্তানের জননীকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রধান আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা ও মামলার প্রধান আসামী রাকিব মিয়াকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় ভিডিও ধারণকৃত ফোনসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদী এর ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম।

গ্রেপ্তারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

সাদমান ইবনে আলম জানান, গত রবিবার (১৬ মার্চ) রাতে রায়পুরার এক গৃহবধূকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রাকিব। এ সময় ভিডিও ধারণ করে তার দুই সহযোগী। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা। এ ঘটনার পরদিন (১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে। পরে আসামিদের গ্রেপ্তারে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ মার্চ) রাতে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং র‌্যাব-১৪ ভৈরবের দুটি টিমের যৌথ অভিযানে রাকিবকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পলতাকান্দা এলাকার মাইনু মোল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ সময় তার তার কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারনের মোবাইলসহ দুটি ফোন উদ্ধার করে র‌্যাব। পরে তার কাছ থেকে বাকি আসামিদের পরিচয় পাওয়া যায়। তদন্তের স্বার্থে এখনি তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT