নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পলাশ থানা শাখার উদ্যোগে শতাধিক ইমাম ও আলেমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে পলাশ জাবালে নূর ইসলামি একাডেমিতে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পলাশ থানা শাখার সভাপতি মাওলানা নোয়ানুল করিমের সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম কাসেমী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শতাধিক ইমাম ও আলেমদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নরসিংদী জেলার আহবায়ক মুফতি আব্দুর রহিম কাসেমী হাফি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সভাপতি মাওলানা জহিরুদ্দীন আনসারী, সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান গাজী ও যুব জমিয়তের যুগ্মসচিব কারী ইসমাইল হোসেন প্রমুখ।