সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ধর্মীয়, রাজনৈতিক সম্প্রীতি তৈরি ও একটি কল্যাণময় রাষ্ট্র বির্নিমানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর পলাশ উপজেলা শাখা। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুসাবিন কাসিম, প্রধান বক্তার বক্তব্য রাখেন দলটির নরসিংদী জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ছোলেমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মো: ইকরাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি মো: ওয়ালী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আমিনুল হক, ক্বারী নুরুল আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোবারক হোসাইন, ঘোড়াশাল স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোজাম্মেল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোড়াশাল পৌর শাখার সেক্রেটারী মো: হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।