আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের শামসুল হুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) মঙ্গলবার বিকালে উক্ত মাদরাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শামসুল হুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি হাজী মো. ফারুক আহমেদ নয়নের সভাপতিত্ব ও মো. রতন মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন সোনাকান্দা দরবার শরীফের খলিফা হযরত মাওলানা মো. আবু বকর ছিদ্দিক রহমানী, জেলা তা’লীমে হিজবুল্লাহ সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সুরুজ মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার), সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বপন মাষ্টার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বেলাব বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক হাজী শহিদুল্লাহ, সার্জেন্ট অব: হারুন অর রশিদ, হাজী আসাদুল্লাহ, মোঃ অহেদ আলী, মোঃ রাজ্জাক মেম্বার, মোঃ মিলন মেম্বার, মোঃ আফজল মিয়া, হাজী সিরাজুল ইসলাম, মোঃ তায়েব উদ্দিন ও হাজী মজিবুর রহমান’সহ প্রমুখ।