1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

নরসিংদীতে ড্রীমল্যান্ড ইন্টরিয়র, এক্সটরিয়র, আর্কিটেকচার শো-রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬১ বার

নিজস্ব প্রতিবেদক : ‘আর নয় ঢাকা’ এখন নরসিংদীতেই আধুনিক ভবন নির্মাণে ইন্টেরিয়র এক্সটেরিয়র বিশাল সমারোহ নিয়ে উদ্বোধন করা হয়েছে ড্রীমল্যান্ড ইন্টরিয়র, এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান নামে একটি শো-রুম। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নরসিংদী শহরের প্রাণকেন্দ্র ব্রাহ্মন্দী মোড়ে এ শো-রুমটির উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ড্রীমল্যান্ড ইন্টরিয়র এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান নামে এ শো-রুমের উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মন্জুর এলাহী।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী কেন্দ্রিয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক ও ড্রীমল্যান্ড ইন্টরিয়র এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান শো-রুমের কর্ণধার মাহবুব রহমান মনির, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা রাসেল বিন হাসনাত অত্র শো-রুমের পরিচালক সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ড্রীমল্যান্ড ইন্টরিয়র, এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান নামে শো-রুমটি থেকে বিভিন্ন ভবন মালিকরা কি কি সুবিদা ভোগ পাবে এবং কখন তারা এখানে আসবে এ সম্পর্কে বর্ণনা দেন ড্রীমল্যান্ড প্রতিষ্ঠানের পরিচালক নাজমুল হাসান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্জুর এলাহী শিল্প ও শিক্ষা সমৃদ্ধ নগরী নরসিংদীতে আধুনিকার ছোয়া লেগেছে তার প্রমান ড্রীমল্যান্ড ইন্টরিয়র এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান শো-রুমটি। যুগের সাথে তাল মিলিয়ে মানুষের রুচিবোধও পাল্টে গেছে। নরসিংদীর মানুষ বর্তমানে পোশাক-আশাকের সাথে সাথে তাদের বাসাবাড়ীতেও বৈচিত্র্যতা আনচ্ছে। নরসিংদী বাসিয়া আর যুগের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে এটা ভাবতেই আমাদের ভালো লাগে। এর জন্য আমরা গর্ববোধ করি। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচলনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি ওয়ালি উল্লাহ

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT