ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ) এর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মাসুম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রিফাতুল হাসান হৃদয় দায়িত্ব পেয়েছে।
ডুসাপের সভাপতি মো: আমিনুল ইসলাম ফুয়াদ ও সাধারণ সম্পাদক ইমরান সাদমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আগামী এক বছরের জন্য ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ) সভাপতি মাসুম হোসেন ও সাধারণ সম্পাদক রিফাতুল হাসান হৃদয়কে দিয়ে কমিটি অনুমোদন করা হয়েছে।
জানা যায় ঐক্য আমাদের শক্তি এই স্লোগানে ২০১৭ সালে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোশিয়েশন অব পলাশ (ডুসাপ) প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ঢাকা ইউনিভার্সিটিতে পলাশ থেকে আগত সকল শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে।