আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী এবং চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আহসানুল ইসলাম রিমন।
শুক্রবার ১৯ আগস্ট বিকেলে তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত নারায়ণপুর কে.বি মিলনায়তনে এ সাক্ষাৎ করেন নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি।
এ সময় ছাত্রলীগ সভাপতিকে মুক্তিযুদ্ধের উপর নির্মিত তার নিজ লেখা বই উপহার দেন এবং মুক্তিযুদ্ধাদের সম্মানার্থে ১৭টি রাস্তা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ এবং বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগীতা বিষয়ে ছাত্রলীগ সভাপতিকে অবহিত করেন।
ছাত্রলীগ সভাপতি লাল সবুজ চেতনা সংসদ এর প্রধান উপদেষ্টা খায়রুল বাকেরকে ভবিষ্যতে এই সংগঠনের সবগুলো কাজের সাথে সম্পৃক্ত থাকার কথা প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মোল্লা, লাল সবুজ চেতনা সংসদ এর সভাপতি কাজী মোঃ শামীম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন রুস্তম, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাখাওয়াত হোসেন সবুজ’সহ স্থানীয় নেতৃবৃন্দ।