ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক নির্মুলের যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল থেকে এ অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে পরিচালনা করা হয়। এসময় অর্ধশতাধিক দালালকে আটক করা হয়।
হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ থেকে তাদের আটক করে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল।
যাচাই-বাছাই শেষে সবাইকে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।