1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এটিএম বুথের ভিতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার পলাশে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর, ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশ প্রেমিককে : মঈন খান শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার নরসিংদীতে ব্রিজ থেকে লাফ দিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

বেলাবতে ছাদ বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন প্রবাসী আলি হোসেন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নীলক্ষিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছোট ছেলে কোরিয়া প্রবাসী আলি হোসেন। ছাদ বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার ছাদ বাগানে স্থান পেয়েছে ফলদ, বনজ, ওষুধি, শাক সবজি ও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। এ ছাদ বাগান দেখে এলাকাবাসী যেমন মুগ্ধ হচ্ছেন, তেমনি প্রশংসা করছেন এমন উদ্যোগের। অনেকই নিজেদের ছাদে এমন বাগান করার কথা জানিয়েছেন।

সরেজমিনে ছাদ বাগানের গিয়ে দেখা যায়, আলী হোসেনের তার বাগানে কাজ করতেছে। কথা হয় তার সাথে। তিনি জানান তাদের তিনতলা ভবনের ছাদে শখের বসে গড়ে তোলেন এই বাগান। এই ছাদ বাগান টা আমার শখের একটা জিনিস। ছোট বেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল একটা বাগান করার। আমি হঠাৎ করে গত বছর ছুটিতে দেশে আইসা এই ছাদ বাগান টা করি। এই বাগানে রয়েছে ফলদ, বনজ, ওষুধি, শাক সবজি ও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। আমি মূলত শখের বসে এই বাগান টা করেছি।আমার দুইটা মেযে আছে তারা প্রতিদিন বিকালে এই বাগানে আইসা খেলাধুলা করে থাকে, এই গুলো আমি যখন বিদেশে থাকি দেখে খুব ভাল লাগে।

প্রায়ই বিকালে আলি হোসেনের ছাদ বাগান দেখতে আসেন এলাকাবাসী’সহ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা। তারা ঘুরে ঘুরে দেখেন এই বাগান।আনেকেই আবার তার বাগানে তোলেন ছবি। অনেকেই আবার আগ্রহ প্রকাশ করছেন নতুন ছাদ বাগান করার।

তরুণ উদ্যোক্তা সোহারাব হোসেন বলেন, ছাদ বাগান একটা সৌখিন মানুষদের ধারা হয়ে থাকে। সৌখিনতার বসে আমাদের আলি হোসেন কাকা এই ছাদ বাগান টা করেছেন।মাঝে মধ্যে প্রায় সময়ই আমি এই ছাদ বাগানে এসে থাকি। ছাদ বাগান পরিবেশ ভারসাম্য রক্ষায় ও ভূমিকা রাখো। ছাদ বাগান থেকে ফলমূল,শাকসবজি নিজের তত্ত্বাবধানে চাষ করে খাওয়া যায়। এইটার মাঝে ও একটা তৃপ্তি আসে।

রায়পুরা থেকে ছাদ বাগান দেখতে আসা আলমগীর আকাশ জানান, আমি ফেসবুকের মাধ্যমে এই ছাদ বাগান টা দেখতে পায়। তাই আজকে সরাসরি দেখতে আসছি। বাগান টা দেখে খুবই ভালো লাগছে।এই বাগানে বিভিন্ন রকমের ফুলের গাছ, সবজির চারা, ঔষুধি গাছ রয়েছে।আমার ও ইচ্ছে আছে ভবিষ্যতে এই রকম একটা ছাদ বাগান করার।

লোচনপুর থেকে ছাদ বাগান দেখতে আসা মোস্তফা কামাল জানান, আমার বন্ধু আলি হোসেন বিভিন্ন সময়ে তার ফেসবুকে তার ও তার মেয়ের এই ছাদ বাগানের ছবি ও ভিডিও আপলোড দিয়ে থাকে। ফেসবুকে তাদের ছবি দেখে আগ্রহ জাগলো এই ছাদ বাগান দেখার।এসে দেখলাম এই বাগানে ফুল, ফল ও বিভিন্ন রকমের শাকসবজির গাছ পালা দিয়ে ছাদ বাগানটি পরিপূর্ণ।

বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুহিবুর রহমান সিদ্দিকি বলেন, আলী হোসেন আমাদের অগ্রগামী প্রবাসী কৃষক। তিনি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের জন্য ছাদ বাগান করেছে। যারা ছাদ বাগান করতে ইচ্ছুক কৃষি বিভাগ তাদের পরামর্শ দিয়ে থাকে। এছাড়া মাঠ কর্মীরা বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকেন। ছাদ বাগান বাণিজ্যিকভাবে লাভবান হবার বাগান নয়, এটি সৌখিনতা থেকে করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT