1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

মাহে রমজান প্রকাশ্যে দিনের বেলা খাওয়া-দাওয়া, ২৫ মুসলিম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার
Oplus_131072

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা বিশ্বের মুসলিমরা রোজা পালন করে থাকেন। ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো রোজা। এবার রমজান মাসে রোজা না রাখার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ২৫ জন মুসলিম।

ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। রোজা না রেখে প্রকাশ্যে খাওয়া-দাওয়া দেখলে নাইজেরিয়ার পুলিশ তাদেরকে আটক করে। দেশটির কানো প্রদেশে রোজার মাসে দিনের বেলা খাবার খেতে দেখার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এছাড়া খাবার বিক্রির দায়েও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার অন্য এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমজান মাসে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার কথা থাকলেও যেসব মুসলমানকে প্রকাশ্যে খাবার খেতে ও পানীয় পান করতে দেখা গেছে এবং সেইসাথে যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেফতার করেছে উত্তর নাইজেরিয়ার কানো প্রদেশের ইসলামিক পুলিশ।

হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন বিবিসিকে বলেছেন, রোজা না রাখার জন্য ২০ জনকে এবং খাবার বিক্রির জন্য আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার থেকে শুরু হওয়া এই অভিযান পুরো মাস জুড়ে চলবে।

তিনি বলেন, এটি গুরুত্বপূর্ণ যে, আমরা অমুসলিমদের বিষয়ে এই ধরনের কোনো চিন্তা করছি না। রমজানের প্রতি অসম্মান ক্ষমা করা হবে না।

তিনি বলেন, এমন একটি পবিত্র মাসে রোজা রাখার কথা থাকলেও প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখা হৃদয়বিদারক। আমরা এমন কাজ ক্ষমা করব না এবং সে কারণেই আমরা (অভিযুক্তদের) গ্রেফতার করতে বাইরে বেরিয়েছি।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ২৫ জনকে শরিয়াহ আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি দেয়া হবে।

হিসবাহের এই কর্মকর্তা বলেছেন, রোজার সময়ে লোকেদের যখন প্রকাশ্যে খেতে দেখা যায় তখন মাঝে মাঝে আমরা এই বিষয়ে গোপন তথ্য পাই।

তার ভাষায়, আমাদের কাছে এমন লোকদের কাছ থেকে ফোন আসে যারা জনসমক্ষে লোকেদের খাওয়া দেখে ক্ষুব্ধ হয় এবং আমরা গ্রেফতারের জন্য সেই এলাকায় দ্রুত ছুটে যাই।

এর আগে গত বছরও রোজা না রাখার জন্য মুসলিমদের গ্রেফতার করা হয়েছিল। পরে গ্রেফতারকৃতদের রোজা রাখার প্রতিশ্রুতি আদায় করে মুক্তি দেয়া হয়। এমনকি তাদের কয়েকজনের আত্মীয় বা অভিভাবকদের ডেকে তাদের রোজা রাখার বিষয়ে নজরদারি করার নির্দেশও দেয়া হয়েছিল। তবে এই বছর গ্রেপ্তারকৃতদের আদালতের মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য যে, মাত্র দুই দশক আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়াহ বা ইসলামী আইন কার্যকর করা হয় যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা রয়েছে। তবে এই প্রদেশগুলোতে বসবাসকারী খ্রিস্টান সংখ্যালঘুদের জন্য শরিয়াহ আইন প্রযোজ্য নয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT