নিজস্ব প্রতিবেদক : ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে ‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন।
এসময় আরও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার,পলাশ থানার ওসি (তদন্ত) মো: কুতুবউদ্দিন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সাজওয়ার রহমান প্রমুখ।
ভোটার দিবসের র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ মুক্তিযুদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।