1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

রায়পুরায় ঈমান আকিদা সংরক্ষণ পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল

হারুন অর রশীদ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার
Oplus_131072

হারুনুর রশিদ : নরসিংদীর রায়পুরায় ‘রায়পুরা পূর্বাঞ্চল ঈমান আকিদা সংরক্ষণ পরিষদ-এর কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহেষপুর ইউনিয়নের সূর্যের মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে রায়পুরার পূর্বাঞ্চলের চারটি ইউনিয়নের হাজারো দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক: ক্বারি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক: মাওলানা আঃ মোমেন, প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা তাফাজ্জল হক রবিন, অর্থ সম্পাদক: মাওলানা এরশাদ উল্লাহ, প্রচার সম্পাদক: মাওলানা মোবারক হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক: মাওলানা নুরুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক: মাওলানা আমিনুল, দপ্তর সম্পাদক: মাওলানা মনিরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মাওলানা মামুনুর রশীদ, শুরাহ সদস্য আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল, ঘাগটিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা কবির আহমেদ, শামসুল উলূম মাদ্রাসার মুহতামীম মাওলানা তাজুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, রায়পুরার পূর্বাঞ্চলের আলেম-ওলামা ও তৌহিদী জনতাকে নিয়ে ঈমানী দায়িত্ব পালনের লক্ষ্যে ‘ঈমান আকিদা সংরক্ষণ পরিষদ’ গঠন করা হয়েছে। সংগঠনের মূল উদ্দেশ্য বিশুদ্ধ ইসলামি আকিদা সংরক্ষণ করা, কুফরি মতবাদ, বিদআত, অশ্লীলতা ও ধর্মবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করা, তৌহিদ ও সুন্নাহভিত্তিক ইসলামী শিক্ষা বিস্তার করা, আলেম-ওলামাদের নেতৃত্বে সমাজ সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা, যেকোনো ইসলামবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করা। ইতিমধ্যে ১ শতাধিক সদস্যের সমন্বয়ে কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে, এবং ৮-৯ শতাধিক সদস্য নিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে সংগঠনের সদস্য সংখ্যা কয়েক হাজারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

তারা আরও বলেন, ধর্মবিরোধী কার্যকলাপ প্রতিহত করতে হবে। ঈমান-আকিদা সংরক্ষণ করা সময়ের দাবি। কুফরি মতবাদ, মাজার পূজার নামে অশ্লীল নাচ-গান বন্ধ করে ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, ৫ আগস্টের আগে কোনো ধর্মীয় সভা-সমাবেশ করা যেত না, কিন্তু এখন ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে আলেম ওলামাদের উপস্থিতিতে সবাইকে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT