মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ গেইট বাশবাজার এলাকায় শিবপুর মেডিনোভা ডায়াবেটিস সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার (কালামিয়া)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশতানসির বিল্লাহ, উপজেলা জামাত ইসলামের আমির মোস্তাফিজুর রহমান কাউছার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান, সাবেক ছাত্র নেতা আমিনুল হক রিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা প্রমুখ।