সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল স্টেশন জামে মসজিদে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলার সভাপতি
মাওলানা শামসুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোজাম্মেল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলার সহ-সভাপতি
মাওলানা আব্দুর রশীদ হাশেমী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশের সভাপতি জাকির হোসেন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।